Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বাজারের বহুতল মার্কেট ভবন নির্মাণের শুরুতেই পাইলিং স্থাপনে জটিলতা দেখা দিয়েছে। প্রায় ৫০ ফুট করে লম্বা খুটিগুলো চেষ্টা করেও ৩৫ ফুটের বেশি পোতা সম্ভব হচ্ছে না। মাটির তলদেশ অত্যধিক শক্ত হওয়ায় এমনটি হচ্ছে বলে সংশ্লিস্টদের দাবি। ফলে প্রায় দেড় মাস ধরে শ্রেণির গোয়ালন্দ পৌরসভার কাজ বন্ধ রয়েছে।

রকল্পস্থানে টিনশেড ঘর থাকায় যথাযথভাবে সয়েল টেস্ট না করে কাজের ডিজাইনের অনুমোদন করা হয়েছে। কার্যাদেশের প্রায় ১০ মাস চললেও ১৪০টির মধ্যে এখন পর্যন্ত ৪০টির মতো খুটি পোতা সম্ভব হয়েছে। আশপাশের দোকান, বিদ্যুতের খুটি অপসারণ না করায় ভারি যন্ত্র দিয়ে স্বাভাবিক গতিতে কাজ করা যাচ্ছেনা। এসব কারনে গত ১৭ আগষ্ট থেকে প্রথম কাজ বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা কার্যালয় জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইইউজিআইপি (ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট) প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৭তলা ভীতবিশিষ্ট তিনতলা ভবন নির্মিত হচ্ছে। ফরিদপুরের তাশা কনস্ট্রাকশন লিমিটেড ও জান্নাত কনস্ট্রাকশনের অনুকূলে প্রাক্কলিত মূল্য ধরা হয় প্রায় ৯ কোটি ২৭ হাজার টাকা। চুক্তিমূল্য ধরা হয় প্রায় ৮ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা। ২০২৪ সালের ৩১ অক্টোবর শুরু হয়ে ২০২৫ সালের ৩০ অক্টোবর কাজ সম্পন্ন হওয়ার কথা। পৌরসভা কর্তৃপক্ষ ছাড়াও প্রকল্পের তিনজন প্রকৌশলী এবং একজন কার্য সহকারী কাজটির তদারকির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ঠিকাদার প্রতিনিধি সালাহ উদ্দিন চৌধুরী জানান, কার্যাদেশ অনুযায়ী ৫০ ফুট লম্বা ১৪০টি খুটি তৈরী করা হয়। শিডিউল অনুযায়ী প্রস্তুতি থাকলেও মাটির তলদেশ অত্যধিক শক্ত হওয়ায় কোন খুটি সম্পূর্ন পোতা যাচ্ছে না। আশপাশের দোকানঘর এখনও না সরানোয় স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকার ওপর বিনিয়োগ করে মাত্র ৭৫ লাখ টাকার মতো বিল পেয়েছি। কাজটি করতে অনেক বেগ পোহাতে হচ্ছে।

খুটি পোতায় ব্যবহৃত যন্ত্রের চালক মিঠুন বিশ্বাস জানান, খুটিগুলো পুততে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪২০ টন ওজনের হাইড্রোলিক কমপ্রেসার যন্ত্র ব্যবহার করা হচ্ছে। শব্দমুক্ত যন্ত্রটি ৫০ফুট লম্বা খুটি পুততে যথেষ্ট শক্তিশালী। কিন্তু একটি খুটিও ঠিকমতো পোতা সম্ভব হচ্ছে না। চারদিকের দোকানঘর থাকায় যন্ত্রটি ঘোরানোর মতো পর্যাপ্ত জায়গা না থাকায় স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান বলেন, প্রকল্পস্থানে অনেক পুরাতন দুটি মার্কেট থাকায় ডিজাইনের সঙ্গে সয়েল টেস্টের কিছু পার্থক্য রয়েছে। যে কারনে ৩০ থেকে ৪০ ফুটের মতো পুতে অবশিষ্ট খুটির বর্ধিত অংশ কেটে ফেলা হয়। সমস্যার বিষয়টি প্রকল্প পরিচালককে অবগত করলে দুই সপ্তাহ আগে মাটির গুনগত মান নির্নয়সহ নানা বিষয় পরীক্ষা শেষে রোববার (৫ অক্টোবর) একটি চিঠি আমাদের দিয়েছে। এতে তারা কাজের সন্তোসজনক প্রকাশ করে দ্রুত কাজ করার কথা জানিয়েছে। এছাড়া মার্কেট নিলাম প্রক্রিয়া সম্পন্ন করে অপসারণ শেষ করতে প্রায় পাঁচ মাস শেষে গত মার্চ মাসে ঠিকাদারকে প্রকল্পস্থান বুঝিয়ে দেয়া হয়। যে কারনে নির্ধারিত সময়ে কাজ হয়নি।

পৌরসভার প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান সোমবার বলেন, মাটির তলদেশ অনেক শক্ত থাকায় পুরোভাগ খুটি পোতা সম্ভব না হওয়ায় বর্ধিত অংশ কেটে ফেলা হচ্ছে। করনীয় নিয়ে পিডি অফিসকে অবগত করলে পরীক্ষা নীরীক্ষার পর বিস্তারিত লিখিতভাবে জানাতে বলা হয়। আমরা রোববার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি লিখিত চিঠি হাতে পাওয়ার পর তাৎক্ষনিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ করার নিদের্শনা প্রদান করেছি। এছাড়া আশপাশের কিছু দোকানঘর ও বিদ্যুতের খুটি অপসারণের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস