Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, গুণী শিক্ষক হিসেবে কলেজ ক্যাটাগরিতে সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) অদ্বৈত কুমার দাস, মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওলিউল আজম, মাদরাসা (আলিম/ফাজিল/কামিল) ক্যাটাগরিতে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ ফয়েজুর রহমান, মাদরাসা (দাখিল) ক্যাটাগরিতে পাংশা উপজেলার নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল হাই, মাদরাসা (এবতেদায়ি) ক্যাটাগরিতে শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান (আরবি) মোস্তফা কামাল, প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম মেরীকে এই সম্মানন স্মারক প্রদান করা হয়।

এর আগে‘শিক্ষাগত পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী, সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না বরং শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান। আমাদের আজ এই পর্যন্ত আসতে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে। তাই তাদের কাজকে মূল্যায়ন ও মর্যাদা দেওয়ার জন্য এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় শিক্ষকরা বলেন, শিক্ষক সমাজ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব। কিন্তু সেদিক থেকে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে না। শিক্ষকরা আজও অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদ নিশ্চিত করতে হবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তাটাও দিতে হবে। এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে জেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক সমাবেশে যোগ দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস