Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

Link Copied!

Oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজবাড়ীতে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদর উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আবু সাঈদ, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বিপুল, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “সরকারি মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় ১৫ হাজার, কিন্তু পদোন্নতির জন্য পদ রয়েছে মাত্র ৪ শতাংশ। যুক্তিসঙ্গত পদোন্নতির সুযোগ না থাকায় অধিকাংশ শিক্ষক অবসর গ্রহণ করছেন পদোন্নতি ছাড়াই। এর ফলে শিক্ষকরা হতাশ হচ্ছেন এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।”

তারা আরও অভিযোগ করেন, সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি ও পদায়নসহ চাকরির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে চাকরিবিধি মেনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

অন্য দাবিগুলো হলো, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক শিক্ষা অফিসের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ প্রদান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস