Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

Link Copied!

Oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ একসময় দুর্গাপূজা ছিল জমিদার ও ধনী পরিবারের আঙিনায় সীমাবদ্ধ, অনেকেই একে ডাকতেন ‘বড় পূজা’ নামে। কালের পরিক্রমায় সেই পূজা আজ হয়ে উঠেছে সার্বজনীন উৎসব-যেখানে শহর-গ্রামের সব শ্রেণির মানুষ সমানভাবে অংশ নেন।

রাজবাড়ী শহরের সার্বজনীন দুর্গাপূজার মধ্যে সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী হলো হরিতলা সার্বজনীন দুর্গাপূজা। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই পূজা রাজবাড়ীর হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষকেও আকৃষ্ট করে আসছে।

রাজবাড়ী শহরের বড়পুল তিন রাস্তার মোড়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক নকশায় নির্মিত তিনতলা হরিতলা সার্বজনীন মন্দির। বর্তমানে এখানে দুর্গাপূজাই সবচেয়ে বড় আয়োজন হলেও মন্দিরটির শুরু হয়েছিল হরিপূজা দিয়ে।

২০২০ সালে হরিতলা মন্দির কমিটি প্রকাশিত ‘বিজয়া সম্মেলন’ পত্রিকায় উল্লেখ করা হয়-বাংলা ১২৮৫ সালের দিকে (ইংরেজি ১৮৭৮ সালে) এখানে একটি বিশাল বটগাছের নিচে প্রথম হরিপূজা শুরু হয়। স্থানটির নাম হয় ‘হরিবট তলা’। পরে বটগাছটি কেটে ফেলা হলে নাম বদলে হয় ‘হরিতলা মন্দির’। কয়েক বছর পর স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় দুর্গাপূজা, যা শুরু থেকেই বারোয়ারি বা সার্বজনীন ছিল।

রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী বলেন, “ছোটবেলায় হরিতলা মন্দিরের দুর্গাপূজাই ছিল আমাদের প্রধান আকর্ষণ। তখন শহরে এত পূজামণ্ডপ ছিল না। বাবার কাছ থেকেও শুনেছি, এটি শহরের সবচেয়ে পুরোনো দুর্গাপূজা। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেক ব্যক্তিগত পূজা বন্ধ হয়ে যায়, কিন্তু হরিতলার পূজা কখনো বন্ধ হয়নি। কারণ এটি শুরু থেকেই সার্বজনীন।”

মন্দির কমিটির কোষাধ্যক্ষ পরিতোষ কুমার সিংহ জানান, “আমাদের মন্দিরের দুর্গাপূজা শত বছরের বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। শহরের পূজাগুলোর মধ্যে মূল আকর্ষণ থাকে আমাদের প্রতিমা, সাজসজ্জা ও আয়োজনকে ঘিরে।”

কমিটির সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার সোম বলেন, “শিশুকাল থেকেই আমি এখানে দুর্গাপূজা হতে দেখছি। প্রবীণদের কাছ থেকে শুনেছি, হরিপূজার কয়েক বছর পর দুর্গাপূজা শুরু হয়। সেই হিসেবে পূজার বয়স শত বছর পার হয়ে গেছে।”

বর্তমানে হরিতলা সার্বজনীন মন্দিরের দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের সীমিত আয়োজন নয়। প্রতিমা দর্শন, আলোকসজ্জা, সিঁদুর খেলা ও বিজয়ার দিনে আশীর্বাদ নিতে প্রতিদিন হাজারো মানুষ আসেন। মন্দির প্রাঙ্গণ তখন উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং রাজবাড়ী শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও একতার প্রতীক।

হরিতলা মন্দিরে শতবর্ষের দুর্গাপূজার ধারাবাহিকতা আজও অটুট। পুরনো হরিপূজার আসর থেকে শুরু হয়ে আজকের দুর্গাপূজা হয়ে উঠেছে রাজবাড়ী শহরের ইতিহাসের সাক্ষী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলার প্রাণকেন্দ্র।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস