Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আগুনে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নানা ধরনের পোড়া জিনিসপত্র। পোড়া স্তুপের ভিতর থেকে পোড়া বই খুঁজে বের করছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তার। সোহাগী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের ছলিম শেখ ও সুলাতানা বেগমের কন্যা। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আগুন লেগে পুড়ে গেছে সোহাগীদের থাকার ঘরসহ আশ্রয়ণ প্রকল্পের সম্পূর্ণ ৭নম্বর শেড। এই শেডের ১০টি কক্ষে ১০টি পরিবার বসবাস করতো। তবে মঙ্গলবার রাতে সাতটি পরিবার ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে গেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত দম্পতিরা হলেন, সাহেদা খাতুন ও নাদের শেখ, সাবানা খাতুন ও ফারুক শেখ, সুমি আক্তার ও সাইফুল ইসলাম, চাঁদনী খাতুন ও রফিক মোল্লা, সুলতানা বেগম ও ছলিম শেখ, আলেয়া বেগম ও রুস্তুম খা, নুরজাহান বেগম ও ছকোরুদ্দিন, আমেলা খাতুন ও খাইরুল খা, নাছিমা বেগম ও সোহেল শেখ এবং আছিয়া খাতুন ও ফুলচাঁদ সরদার।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ৭নম্বর শেডে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অন্তত ৩০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে তাদের। এসব অসহায় দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

বুধবার সরেজমিন দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘরের সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে ঘরে থাকা পোড়া জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছেন। কেউ পোড়া জিনিসপত্র সরানোর চেষ্টা করছেন। কেউ নিজের শেষ সম্বল হারিয়ে আহাজারি করছেন। এরমধ্যে ছোট্ট শিশু শিক্ষার্থী সোহাগী খুটে খুটে তার পোড়া বই খুঁজে বের করছে।

এ সময় সোহাগী আবেগ আপ্লুত হয়ে জানায়, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। জিনিসপত্র কিচ্ছুই ভালো নেই। আমার বই খাতাও সব পুড়ে গেছে। এখন আমি স্কুলে কি নিয়ে যাব? আমার বাবা-মায়ের তেমন সামর্থ্যও নেই কিনে দেবার।

আশ্রয়ণের বাসিন্দা সাহেদা খাতুন আহাজারি করতে করতে বলেন, ৯মাস বয়সী একমাত্র সন্তান স্বাধীনকে ফেলে স্বামী ফারুক শেখ চলে যান। এখন ১৫ বছর বয়সী ছেলেকে বিদেশে পাঠাবেন বলে রাস্তায়, মানুষের বাড়ি কাজ করে দুই লাখ টাকার বেশি জমিয়েছিলেন। মঙ্গলবার পাশের গ্রামের ভাইয়ের বাড়ি অনুষ্ঠানে যাওয়ায় রাতে ফিরেননি। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফুলচাঁদ সরদার ও সাহেদা খাতুনের মতো আশ্রয়ণ প্রকল্পের ১০ পরিবারের সকলের করুণ দশা।

আশ্রয়ণের আরেক বাসিন্দা কাঠ শ্রমিক ফুলচাঁদ সরদার বলেন, সারাদিন গাছ কাটার কাজ শেষ করে তিনি অনেক রাতে বাড়ি ফিরেন। খাওয়া শেষ করে রাত একটার দিকে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে তাদের শেডে আগুন লাগলে অনেকে চিৎকার চেচোমেচি করতে থাকেন। আগুনের উত্তাপ শরীরে লাগলে তখন তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়েন। এ সময় তার গাছ কাটার রশি পর্যন্ত বের করতে পারেননি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ সহায়তার জন্য তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস