নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা মডেল মসজিদ থেকে চুরি করে নেয়া প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মোটরসাইকেল বরিশালের গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম ওরফে রনি (৩১) ও একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র ম-লের ছেলে খোকন ম-ল (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পাংশা উপজেলা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান স্থানীয় যুবক আতিকুর রহমান কুতুব। নামাজ পড়ে এসেই দেখেন তার প্রায় তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি নেই। কে বা কারা যেন তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পরদিন শনিবার (২৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী আতিকুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করেন।
এর ধারাবাহিকতায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহযোগিতায় বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের সন্ধান পান। পরবর্তীতে শনিবার বিকেল পাঁচটার দিকে বরিশালের গৌরনদী মডেল থানার মহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিলারা বাজার সংলগ্ন খোকন ম-লের মোটরসাইকেলের গ্যারেজ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব রোববার বিকেলে বলেন, পাংশা মডেল থানায় মোটরসাইকেল চুরি মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. কামরুল ইসলামে নির্দেশনায় পুলিশের একাধিক দল তদন্তে নামেন। তথ্য প্রযুুক্তির সহযোগিতায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় প্রথমে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।