Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর ব্রীজের কাছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া নসিমনের সাথে ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত নসিমন চালক ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আশিকুর রহমান অনিক (২০)। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। এছাড়া রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে গুরুতর আহত নসিমন চালক মো. হাসান (৪০) সদর উপজেলার বেদেরডাঙ্গা গ্রামের মো. নুরুন্নবীর ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে একটি নসিমন বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আহলাদীপুর ব্রীজের কাছে যাওয়া মাত্র সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উল্টে যায়। এ সময় রাজবাড়ী শহর থেকে দ্রুত গতিতে মোটরসাইল (রাজবাড়ী ল-১২-০৬৩৫) চালিয়ে খানখানাপুর গ্রামের বাড়ি ফিরছিল আশিকুর রহমান অনিক। পথে উল্টে যাওয়া নসিমনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে স্বজোড়ে আঘাত করে। এতে মোটরসাইকেল আরোহী ও নসিমন চালক উভয় গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান অনিককে মৃত ঘোষণা করে। এছাড়া গুরুতর আহত নসিমন চালক হাসানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ রাত ৯টার দিকে নিহত আশিকুর রহমানের বাড়িতে অবস্থানকালে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে রাত ৯ টার দিকে পরিবারের কাছে আশিকুর রহমান অনিকের লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও নসিমন পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস