Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে বিকল সবজির পিকআপকে ট্রাকের থাক্কা, চাপা পড়ে চালক ও সহকারীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সামনে কল্যাণপুর নামক স্থানে দাড়িয়ে থাকা সবজিবাহী পিকআপকে পিছন থেকে চাউল বোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ট্রাকের অপর এক সহকারী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে পিকআপ চালক নাজমুল মোল্লা (৩৫) ও একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে পিকআপের সহকারী কাওছার মোল্লা (৩০)। তাদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার সকালে সংবাদের সত্যতা নিশ্চিত করেন রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

শামীম শেখ জানান, মঙ্গলবার দিবাগতরাত ১টার দিকে কুষ্টিয়া থেকে সবজি বোঝাই করে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের দিকে আসছিল পণ্যবাহী পিকআপ (ঢাকা মেট্রো ড-১১-৭৬৭৬) গাড়ি। পথিমধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এসে গাড়ির চাকা পাংচার হয়ে গেলে চালক ও সহকারী মিলে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে চাউল বোঝাই করা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৭১৭) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কল্যাণপুর দাড়িয়ে থাকা পিকআপ গাড়িটিকে পিছন থেকে স্বজোড়ে ধাক্কা মারলে পিকআপের চাপায় পড়ে ঘটনাস্থলেই চালক ও সহকারী দুজনে মারা যান। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র রাত দেড়টার দিকে তারা ঘটনাস্থলে পৌছেন। এ সময় ঘটনাস্থলে পিকআপের নিচে চাপা পড়ে চালক ও সহকারীর লাশ উদ্ধার করেন। এছাড়া অপর ট্রাকের চালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় গাড়ি দুটি উদ্ধার করে তাদের থানায় জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস