মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চলাকালিন সময়ে লুট করে নিয়ে যাওয়া গরুসহ সজিব শেখ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সে উপজেলার উজানচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড নতুন পাড়ার উজ্জল শেখের ছেলে। তাকে সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় পুলিশ মোট ২৬জনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব গ্রেপ্তার এবং আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নুরাল পাগলের ইস্যু নিয়ে ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে উত্তেজিত একটি দল পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় পুলিশের অন্তত ১০ থেকে ১২জন সদস্য আহত হন। পুলিশের দুটি গাড়ি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৭) নামের এক ভক্ত নিহত হন। তার আগে হামলায় রাসেল সহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত রাসেল মোল্লাকে গোয়ালন্দ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল মোল্লার বাবা দেবগ্রাম ইউপির সাবেক সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, কবর থেকে লাশ উত্তোলনের পর ঢাকা-খুলনা মহাসড়কে লাশ নিয়ে পোড়ানোর ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামী করে মামলা করেন। এই মামলায় পুলিশ সজিবসহ মোট ১০জনকে গ্রেপ্তার করেছে। নুরাল পাগল ইস্যু নিয়ে থানায় দায়েরকৃত দুটি মামলায় এখন পর্যন্ত মোট ২৬জনকে গ্রেপ্তার হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, ৫ সেপ্টেম্বর নুরাল পাগলের দরবারে বিক্ষুদ্ধ জনতা হামলার সময় অনেকে লুটপাট চালায়। এ সময় সজিবসহ কয়েকজন নুরাল পাগলের দরবার থেকে গরু লুট করে নিয়ে যায়। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর রোববার দিবাগত মধ্যরাতে সজিবকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার আগে লুট করা গরুটি উদ্ধার করা হয়। সজিবকে নুরাল পাগলের দরবারে হামলা, চুরি, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।