মইনুল হক, রাজবাড়ীঃ ইরাকে খুন হওয়া আজাদ খানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) মো. নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ইউএনও নিহত আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে বিভিন্ন ধরনের শুকনো খাবার ও নগদ ১০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন অসহায় পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান।
ইউএনও নাহিদুর রহমান জানান, খবর শুনে নিহতের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাউল, তেল, ডাউল, লবন, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেছি। এরপরও সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তাদেরকে দেয়া হবে।
মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, আমি যতদুর শুনেছি এটি একটি হত্যাকান্ড। যা কারনে ইরাকের আইন অনুযায়ী বিষয়টির সম্পাদন হবে। তবুও আমরা এ্যাম্বাসিতে কথা বলবো, যেন দ্রুত মরদেহটি দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা যায়।
উল্লেখ্য, নিহত আজাদ খান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। মাত্র তিন মাস আগে দালালের মাধ্যমে ধারদেনা করে ইরাক গিয়ে তিনি কফিলের হাতে মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হন। নিহত আজাদের লাশ বর্তমানে বাগদাদের একটি মর্গে রাখা হয়েছে।