মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে চুরি করা জেনারেটর উদ্ধার করাসহ মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর থানার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জেনারেটর উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করে।
মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে। এই নিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সংবাদের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে নুরাল পাগলের বাড়ি ও দরবার ইস্যুতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের এস আই সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। দায়োরকৃত এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, কবর থেকে লাশ উত্তোলনের পর ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় দরবারে ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লার বাদী হয়ে ৮ সেপ্টেম্বর প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় মিজানুর রহমান সহ এখন পর্যন্ত মোট ৯জনকে গ্রেপ্তার করেছে। দুটি মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করে নিয়ে যাওয়া ব্যক্তি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় ভক্ত রাসেলের বাবা সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মিজানুরকে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।