Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

রাজবাড়ীতে দুর্বৃত্তের হামলায় স্কুলের শিক্ষক আহত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ফিরোজ হায়দার (৫৬) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে এক দুর্বৃত্ত। রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর চকের মাঠের মধ্যে বুধবার সকালে হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই স্কুল শিক্ষক রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত স্কুল শিক্ষক ফিরোজ হায়দার রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৃত মোজাহার উদ্দিনের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

আহত স্কুল শিক্ষক ফিরোজ হায়দার সাংবাদিকদের জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি শহরের বাসা থেকে হাঁটা হাঁটির জন্য বের হন। এ সময় শহরের ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর গ্রামের মৃত আশরাফ কেরানীর ছেলে মাহফুজ তাকে ডাক দেয়। এরপর সে কোন কথাবার্তা না বলেই ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতারী কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আহত স্কুল শিক্ষক ফিরোজ হায়দার বাদী হয়ে বুধবার বিকেলে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-২১, তাং-১৯-৯-২০২৫ইং, ধারা-৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ দঃবিঃ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার ঘটনায় বুধবার বিকেলে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে, স্কুল শিক্ষক ফিরোজ হায়দারকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা সহ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক আহবায়ক ও বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলী।

এ ঘটনার পর থেকে হামলাকারী মাহফুজ পলাতক থাকায় তার কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার, এখনও থমথমে পরিবেশ

গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণমূলক সাহিত্য সন্ধ্যা “চিঠি দিও”

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত