Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

ফেরির ধাক্কায় ভেঙে গেছে পন্টুনের কবজা, একটি ঘাট দিয়ে পারাপার হচ্ছে গাড়ি, ভোগান্তিতে যাত্রী সাধারণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ তীব্র স্রোতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফেরির ধাক্কায় ভেঙ্গে গেছে পন্টুনের কবজা। বন্ধ হয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার তিন নাম্বার ফেরি ঘাট। সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুধুমাত্র একটি ঘাট সচল রয়েছে। পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় বাড়তি ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় ও ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেল থেকে পদ্মা নদীর দৌলতদিয়া প্রান্তে তীব্র স্রোত দেখা দেয়। সন্ধ্যার পর স্রোতের তীব্রতা বাড়তে থাকে। রাত ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আসা রো রো (বড়) ফেরি শাহ পরান পৌনে ১২টার দিকে দৌলতদিয়ায় পৌঁছে। তীব্র স্রোতে নিয়ন্ত্রণ রাখতে না পারায় তিন নাম্বার ঘাটের পন্টুনে প্রচণ্ড বেগে আঘাত করলে পন্টুনের আপ পকেটের কব্জা ভেঙে যায়। তখন থেকে এই ঘাট দিয়ে পারাপার বন্ধ হয়ে যায়।

এছাড়া তীব্র স্রোতের কারণে গত ২৩ আগস্ট থেকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে কোন ফেরি ভিড়তে পারছে না। তখন থেকে ৭ নম্বর ঘাটও বন্ধ আছে। দৌলতদিয়ার সচল তিনটি ঘাটের মধ্যে শুধুমাত্র ৪ নম্বর ঘাট চালু রয়েছে। একটি মাত্র ঘাট দিয়ে গাড়ি পারাপার করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন এবং মাঝে মধ্যে জরুরি কিছু পণ্যবাহী গাড়ি পার করা হচ্ছে। সাধারণ পণ্যের গাড়ি পারাপার আপাতত বন্ধ রাখা হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট জিরো পয়েন্টে (৩ নম্বর ঘাট) দায়িত্বরত বিআইডব্লিটিসি কাউন্টারের নিরাপত্তা পরিদর্শক ইদ্রিস আলী ভুঁইয়া বলেন, সোমবার রাত ১১টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা শাহ পরান নামক বড় ফেরি পৌনে ১২টার দিকে ৩ নম্বর ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রচণ্ড বেগে ধাক্কা লাগলে পন্টুনের কব্জা ভেঙে যায়। তখন থেকে এই ঘাটটি বন্ধ রাখা হয়।

এছাড়া তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে বেশ কিছুদিন ধরে যানবাহন পারাপারে দীর্ঘ সময় লাগছে। আগের থেকে প্রায় দ্বিগুণ সময় লাগায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এদিকে সীমানা জটিলতা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় কয়েকদিন ধরে আন্দোলনের কারণে চলাচল ব্যাহত হওয়ায় অধিকাংশ গাড়ী দৌলতদিয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছে। এসব কারণেও দৌলতদিয়া ঘাট এলাকায় গাড়ির চাপ পড়ছে।

ফলে ঢাকাগামী যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় মঙ্গলবার দৌলতদিয়া প্রান্তে প্রায় দুই কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির লাইন আরো লম্বা হচ্ছে। দীর্ঘ সময় আটকে থাকায় চালক সহ যাত্রীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, শুধুমাত্র একটি ঘাটের একটি পকেট চালু থাকায় যানবাহন তেমন পারাপার হতে পারছে না। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী গাড়ি আটকে লম্বা লাইন তৈরি হচ্ছে।

তিনি বলেন, তাদের কোম্পানির চারটি যাত্রীবাহি পরিবহন প্রায় চার ঘন্টা ধরে আটকে আছে। যাত্রীবাহি পরিবহন ৪ থেকে ৫ ঘন্টার আগে ফেরিতে উঠতে পারছে না। দীর্ঘ সময় আটকে থাকায় বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্রোতের কারনে অনেক বেশি সময় লাগায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। সোমবার বিকেল থেকে স্রোতের তীব্রতা আরো বাড়ায় রাত পৌনে ১২টার দিকে ৩ নম্বর ঘাট পন্টুনের কবজা ভেঙে যায়। বর্তমানে শুধু ৪ নম্বর ঘাট চালু রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও কিছু জরুরি গাড়ি পার করা হচ্ছে। সাধারণ পণ্যবাহী গাড়ি পারাপার আপাতত বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত