নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে অগ্নিকাণ্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় সহ চারটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কালিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাউগ্রাম এলাকায় অবস্থিত ফজলু শেখের ভাড়া দেওয়া রাইস মিলঘর, একটি সেলুন, একটি মুদি দোকান, একটি চায়ের দোকানসহ স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাউগ্রাম মোড় এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন দ্রুত কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয় সহ চারটি দোকানঘর পুড়ে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী এবং স্থানীয়দের ধারণা, ফজলু শেখ এর রাইস মিল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
কালুখালী উপজেলা জামায়াতের ইসলামীর আমির মো. আব্দুর রব জানান, আগুনে আমাদের দলীয় কার্যালয় পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধ লক্ষাধিক টাকার মতো তাদের ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে তারা কোন নাশকতা মনে করছেন না।
কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ১২টার পর খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা রাইস মিল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার ধারণা করছেন। তবে প্রকৃত কারণ এখন পর্যন্ত নির্নয় করতে পারিনি।