নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলে আজ শনিবার বিকেলে জাগ দেওয়া পাট ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) নামের এক নারী এবং তামিম মোল্লা (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন।
নিহত আনোয়ারা বেগম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের কৃষক নাজিম উদ্দিনের স্ত্রী। তামিম মোল্লা ওই একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার (২ আগষ্ট) বিকেলে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের কাচারী পাড়া বিলের ধারে বসে জাট দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করছিলেন গৃহবধু আনোয়ারা বেগম, কিশোরী তামিম মোল্লা সহ আরো কয়েকজন। বিকেল সাড়ে পাঁচটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন বলেন, বিকেল সাড়ে পাঁচটার পর গৃহবধু আনোয়ারা বেগম এবং তামিমকে মৃত অবস্থায় আনা হয়। পরে সন্ধ্যার দিকে নিহতদের লাশ পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।