Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরসহ জেলার বিভিন্ন স্থানে নিরব চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, টেন্ডারবাজি, দখলবাজির কথা শোনা যাচ্ছে। মীমাংসার নামে শালিস বসে টাকা আদায় করছে। এসব চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলবাজি বন্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দিন দিন আরো অবনতি হবে।

রোববার (১৩ জুলাই) রাজবাড়ী অফিসার্স ক্লাবে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কথাগুলো বলেন রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে এ সভা দুপুর পর্যন্ত চলে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, সিভিল সার্জন এসএম মাসুদ, জেলা জামায়াত ইসলামী আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমূখ।

অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ঢাকার মিটফোডে ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় হত্যার ঘটনাটি সারাদেশসহ বিশ্ববাসী বিমোষিত হয়েছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি কারা করছে, কে করছে খোঁজ নিয়ে ব্যবস্থা নিন। ঢাকার মতো রাজবাড়ীতে যাতে এমন না ঘটে খেয়াল রাখতে হবে। এছাড়া ফেরিতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। শনিবার (১২ জুলাই) মধ্যরাতে ঢাকা থেকে রাজবাড়ী ফেরার পথে ফেরিতে আইনজীবী নিরঞ্জন কুমার বাড়ৈকে মারধর করে এক লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। ৩০ জুন রাতে ফেরিতে রাজবাড়ী ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করে ১০ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে যায়।

রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু বলেন, সম্প্রতি ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ সংক্রান্ত শুনানিকালে চিহিৃত অপরাধীরা ভোক্তা অধিকারের কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। সেখানে দ্রুত সেনাবাহিনী এবং পুলিশ পৌছে ৬জনকে আটক করে। আটককৃত প্রত্যেকে চিহিৃত অপরাধী এবং এদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। যথাসময় আইনশৃঙ্খলা বাহিনী না পৌছলে মিটফোডের মতো ঘটনা ঘটতেও পারতো। রাজনৈতিক দলের সকল গ্রুপের নেতাদের ডেকে যাতে এ ধরনের পরিস্থিতি না ঘটে সে উদ্যোগ নেয়া দরকার।

পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হচ্ছে। দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় একটিতে সরাসরি জড়িত দুইজনকে পুলিশ অন্য জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের এবং অপর হত্যাকা-ের আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী কাজ করছে। কোথাও কোন অপরাধ ঘটলে তাৎক্ষনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোসহ সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া যে কোন ধরনের অভিযোগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলাকে সুন্দর করে রাখতে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন