Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ জুন ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে গত শুক্রবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় প্যাডে ঘোষিত সিদ্ধান্তে জানানো হয়, দলীয় গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে দলীয় নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আপনাকে আপনার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদকে সাময়িকভাবে সভাপতির দায়িত্ব অর্পণ করা গেল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

প্রসঙ্গত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ে গত বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গণশুনানি চলাকালে দুটি পক্ষ অবস্থান করছিল। এরমধ্যে একটি পক্ষের হয়ে কার্যালয়ে শুনানিতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী। শুনানি চলাকালে উত্তেজনাকর পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এবং অফিস সহকারী সবুজ হোসেনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ খবর পেয়ে সন্ধ্যায় প্রথমে রাজবাড়ী সদর থানা পুলিশ পরে রাজবাড়ী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই সময় যৌথবাহিনী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় থেকে চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের রুহুল আমিন, বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মামুন শিকদার, একই এলাকার ফরিদ হোসেন ও শিশির করিম। গ্রেপ্তারকৃত সকলে বিএনপির নেতাকর্মী।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান এবং কর্মকর্তাদের মারধর এবং লাঞ্ছিতের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় পুলিশ আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করে। তবে বিকেলেই আদালত থেকে তাঁরা প্রত্যেকে জামিনে বেরিয়ে আসেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঘটনায় চাঁদ আলী খান গ্রেপ্তার হওয়ায় সাময়িকভাবে অব্যাহতি দিয়ে সিনিয়র সহসভাপতিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলীয় প্রধান যদি কখনো গ্রেপ্তার বা আটক হন তখন সাময়িকভাবে তাঁকে অব্যাহতি দিয়ে পরবর্তীজনকে দায়িত্ব হস্তান্তর করতে হয় এটাই দলীয় নিয়ম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন