নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লি থেকে এক যৌনকর্মীর (৩০) লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌনপল্লীর সরোয়ার মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে।
তাঁকে গলায় মুঠোফোনের চার্জার ক্যাবল দিয়ে শ্বাসরোধ হত্যার পর ওয়ার্ডরোবের ভিতর রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ আলামত হিসেবে গলায় প্যাচানো মুঠোফোনের ক্যাবল চার্জার, একটি মুঠোফোন, সিগারেটের স্ট্রে জব্দ করেছে। তার বাড়ি বরিশাল জেলা সদরে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।
এর আগে গত সোমবার সকালে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন একটি পরিত্যাক্ত ডোবার পাশ থেকে নজরুল ব্যাপারী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে নজরুলের বাড়ি প্রায় একশ গজ দূরে।
সরেজমিন দেখা যায়, আমজাদ মন্ডলের যৌনপল্লির বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় সরোয়ার মন্ডল ব্যবসা করছেন। বাড়িতে যৌনকর্মীদের পাশাপাশি উৎসুক মানুষের ভিড়। বাড়িটির দ্বিতীয় তলায় পশ্চিম-উত্তর দিকে অবস্থিত এক কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তানিয়া। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা তাকে দেখতে পান। এরপর থেকে দেখতে না পেয়ে সকলে খোঁজ করতে থাকেন।
বাড়ির একাধিক ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ সকাল ৯টার দিকে তানিয়াকে বাড়ির গেটে দেখছি। এ সময় ৩০-৪০ বছর বয়সী এক যুবক তার ঘরে প্রবেশ করে। ঘন্টা খানেক পর ওই যুবক ঘর থেকে বের হলেও তানিয়া আর বের হয়নি। দুপুর গড়িয়ে গেলেও তানিয়াকে না দেখে আমরা সকলে খুঁজতে থাকি। বিকেল পাঁচটার দিকে তানিয়ার ঘরের ওয়ার্ডরোব খুলতেই দেখি ভিতরে মেরে উপুড় করে ফেলে রাখা। সাথে সাথে আমরা পল্লির পুলিশবক্সে খবর দেই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় লাশটি নিজ কক্ষের ওয়ার্ডরোবে পাশের আড়াআড়ি ড্রয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় মুঠোফোনের চার্জার ক্যাবল দিয়ে গলায় শ্বাসরোধ করে প্যাচানো পাওয়া যায়।
ওসি বলেন, লাশের সুরতহালকালে আলামত হিসেবে শ্বাসরোধ করে গলায় প্যাচানো মুঠোফোনের ক্যাবল, একটি মুঠোফোন ও একটি স্ট্রে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।