Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা
  5. স্বাস্থ্য

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ “বৈষম্যের ঠাই নাই-নিয়োগ বিধি সংশোধন চাই” এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য সহকারীদের এ অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়া জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও সংগঠনের উপজেলা শাখা কর্মসুচি পালন করে।

ছয়দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন রাজবাড়ী হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন, সাধারণ সম্পাদক মজনু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। ছয়দফা দাবির মধ্যে রয়েছে, নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতীর ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক এবং তাঁদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করা, বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে টাইম স্কেল ও উচ্চতর গ্রেট প্রাপ্ত তা পূর্ববর্তী বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। এছাড়া পূর্বে ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দেয়ার দাবি জানান বক্তারা।

একই দাবিতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে বেলা এগারটা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসুচি পালন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশণ গোয়ালন্দ উপজেলা শাখা। এ সময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ৬ দফা দতাবি নামা পেশ করে বক্তব্য রাখেন।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হাফিজা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ গোয়ালন্দ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস