Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল ব্যাপারী (৩০) নামের এক মাদক মামলার আসামিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন একটি ডোবার পাশ থেকে লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নজরুল ব্যাপারী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইমানখার পাড়ার মৃত সাহাজদ্দিন ব্যাপারী ছেলে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া স্যান্ডেল, একটি মুঠোফোন, একটি চাবির ছোড়া ও একটি পাঞ্জাবি আলামত হিসেবে জব্দ করেছে।

এছাড়া নিহত নজরুলের আরেক বড় ভাই আরশাদ ব্যাপারী ২০১৬ সালে পুলিশের ক্রস ফায়ারে মারা যান। তার বিরুদ্ধেও থানায় বেশ কয়েকটি মাদক, জুয়া ও ছিনতাই মামলা ছিল।

নিহতের বড় ভাই এরশাদ ব্যাপারী জানান, নজরুল দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ভিতর পান-সিগারেটের দোকান করতো। গতকাল রোববার সন্ধ্যার দিকে দোকান থেকে বাড়ি আসে। রাতের খাওয়া শেষে দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে বাড়ির ১০০ গজ দুরে যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির ডোবার পাশে নজরুলের ক্ষতবিক্ষত লাশ দেখেন। ব্যক্তিগতভাবে নজরুলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। কি কারনে কারা হত্যা করেছে বলতে পারছেন না। তবে ভাই হত্যার বিচার দাবি করেন তিনি।

সকাল ৮টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, লাশের চারপাশ ঘিরে রেখেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও স্থানীয় লোকজন। উপস্থিত আছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ আইন শৃৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রেললাইন থেকে কয়েক গজ দূরে পরিত্যাক্ত ডোবার পাশে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে সীমানা পিলারের মধ্যে হলেও রেলওয়ে পুলিশ অপরাগতা প্রকাশ করায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুরতহাল শেষে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে আসেন অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব ও অতিরিক্ত পুলিশ (সরদ সার্কেল) সুপার আবু রাসেল।

সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নিহত নজরুল ব্যাপারীর মাথার ডান পাশে, ঘাড়, পিঠ, শরীরের কয়েক স্থান, উরু, হাঁটুর নিচে ও হাতে ৬-৭টি ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহৃ রয়েছে। প্রত্যেকটি আঘাতের অনেক গভীর ক্ষত রয়েছে।

ওসি বলেন, নিহত নজরুলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বের কোন্দল থেকে প্রতিপক্ষ রোববার দিবাগত রাত থেকে আজ ভোরের কোন এক সময় হত্যা করেছে। সবগুলো বিষয় গুরুত্বের সাথে খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারকে থানায় হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস