Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীর পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুন ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বসত বাড়ি সহ ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে পাংশা উপজেলার কসবামাজাইল এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু গ্রুপের নেতা কসবমাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু মিয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গ্রুপের নেতা কসবামাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুলতান মিয়ার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বাঁধে।এতে উভয় পক্ষের অন্তত ১১জন আহত হন।

আহতরা হলেন, কসবমাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু মিয়া (৫৫), বিএনপি দলীয়কর্মী জালাল বিস্বাস (৬৫), হজরত মন্ডল (৩২), জালাল বিশ্বাস (৬৫), বিপুল মিয়া (৪০), লুৎফর রহমান (৭০), ইকবাল মল্লিক (৫০), তুহিন মন্ডল (৩৫), আনোয়ার হোসেন (৪০) সহ ১১ জন।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কসবমাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু মিয়ার নেতৃত্বে কসবমাজাইল বাজারে দলীয় মিটিংয়ের প্রস্তুতি চলছিলো। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মিয়ার অনুসারীরা মিটিংয়ের কাছে পৌছলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলা কারীদের কেউ কেউ দেশীয় তৈরি অস্ত্র নিয়ে বিএনপি নেতা বাবু মিয়ার বসত বাড়ি ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। মিটিংয়ে আসা নেতাকর্মীদের ৮টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় কসবমাজাইল গ্রামের প্রায় ২০টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে লুৎফর রহমান, ইকবাল মল্লিক, তুহিন মন্ডল ও আনোয়ার হোসেন কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বুধবার বিকেলে বলেন, সাবু গ্রুপ ও হারুণ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ জনের মতো আহত হন। এ সংবাদ পাওয়ার সাথেই ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় বাবু মিয়া অভিযোগ দিতে থানায় এসেছেন। এ ঘটনার জন্য হারুণ গ্রুপের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মিয়াকে দায়ী করেছেন। এসময় তাঁর বাড়ি ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস