Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ভোগান্তি ছাড়াই দৌলতদিয়ায় সরাসরি ফেরিতে উঠছে পশুবাহি ট্রাক, অনিয়ম পেলেই শাস্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জুন ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় রাজবাড়ীর দৌলতদিয়ায় কোরবানির পশুবাহি গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। গাড়ির চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে পশুবাহি গাড়ি। বিশেষ করে ভিআইপি মর্যাদায় পশুবাহি দুই-চারটি ট্রাক নিয়েই ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। এতে গরুর মালিক, ব্যাপারী এমনকি যানবাহন চালকও খুশি।

পশুবাহি গাড়ি থেকে চাঁদাবাজি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঈদকে কেন্দ্র করে ঘাট এলাকার যাত্রীবাহি কাউন্টার থেকে বাড়িত ভাড়া আদায় বা যাত্রীদের হয়রানি করলে কঠির শাস্তির আওতায় আনা হবে। আজ সোমবার (২জুন) দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এ কথা বলেন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, ৩০ মে সকাল ৬টা থেকে পরদিন ৩১ মে সকাল ৬টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট দিয়ে ২৪১টি যাত্রীবাহি বাস, ৬৫৯টি ট্রাক, ৭১৮টি ছোট গাড়ি এবং ১২০টি মোটরসাইকেলসহ ১ হাজার ৬৩৮টি যানবাহন পাড়ি দেয়। এরমধ্যে পশুবাহি ট্রাক ছিল ৩০০টি। ৩১ মে সকাল ৬টা থেকে পরদিন ১ জুন সকাল ৬টা পর্যন্ত ২৪৭টি বাস, ১ হাজার ২টি ট্রাক, ৭৭৮টি ছোট গাড়ি এবং ৭৬টি মোটরসাইকেল নদী পাড়ি দেয়। এরমধ্যে শুধু পশুবাহি ট্রাক ছিল ৪৪৬টি। আগের দিনের চেয়ে পরদিন প্রায় দেড়শ বেশি পশুবাহি ট্রাক পাড়ি দেয়।

কুষ্টিয়ার মীরপুর থেকে আসা ট্রাক বোঝাই গরুর ব্যাপারী মোমিন মোল্লা বলেন, চারদিন আগে ঘাট দিয়ে যাওয়ার সময় ফেরি ঘাট থেকে ব্যাপারীসহ গরুর রাখালদের ভাড়া আদায় করেছিল। আজ (সোমবার) গাড়ি ভাড়াসহ অতিরিক্ত যাত্রী ভাড়া দিতে হয়নি। মনে হচ্ছে আগের থেকে ঘাট আরো ভালো হচ্ছে।

বেলা এগারটার দিকে দৌলতদিয়া ৭নম্বর ঘাট থেকে মাত্র দুটি পশুবাহি ট্রাক ও সাধারণ দুটি গাড়ি নিয়ে ঘাট ছাড়ে ফেরি গৌরি। এসময় কর্তব্যরত বিআইডব্লিউটিসির টার্মিনাল তত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, পশুবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ মুহুর্তে ঘাটে গাড়ি নেই এবং পাটুরিয়ায় গাড়ির চাপ থাকায় চার-পাঁচটি গাড়ি নিয়েই ফেরিটি ছেড়ে দেওয়া হয়।

সকাল সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ঘাট পরিস্থিতি ঘুরে দেখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ঘাট এলাকা ঘুরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুলিশ সুপার বলেন, যাত্রীদের পারাপার নির্বিঘœ করতে পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশের সাথে হাইওয়ে ও নৌপুলিশ সহযোগিতা করছে। ঘাটের কোথাও অরাজকতা সৃষ্টি করলে তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। পশুবাহি ট্রাক থেকে চাঁদাবাজি, কাউন্টার থেকে বাড়তি ভাড়া আদায় করলে কঠিন শাস্তির আওতায় আনা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭নম্বর ঘাট এবং ১২টি ফেরি চালু রয়েছে। প্রয়োজনে আরো ফেরি এবং আরেকটি ঘাট (৬নম্বর) চালুর প্রস্তুতি রয়েছে। বর্তমানে পশুবাহি ট্রাকগুলোকে ভিআইপি মর্যাদায় সবার আগে ফেরিতে পার করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, ঘাট দিয়ে যাত্রী এবং যানবাহন নির্বিঘেœ পারাপারের লক্ষে উপজেলা এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ব্যবস্থা নিবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন