নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে লাবিবুজ্জামান (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবুজ্জামান গোয়ালন্দ পৌরসভা ১নম্বর ওয়ার্ড শাজাহান মেম্বার পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। সে গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় মুন-স্টার কলেজিয়েট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।
স্থানীয় বাসিন্দা প্রতিবেশী ফিরোজ আহমেদ জানান, কয়েকদিনের ভারি বৃষ্টিতে বাড়ির পাশের একটি শুকনো পুকুরে অনেক পানি জমে। শনিবার দুপুরে শিশু লাবিব উজ্জামান গ্রামের কয়েকজন ছেলের সাথে ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় তার খেলার সাথীরা দ্রুত এসে বাড়ীতে খবর দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেবার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু লাবিবের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুন-স্টার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিম ইসলাম জানান, বৃষ্টির পানিতে বাড়ির পাশের পুকুর ভরে যাওয়া আজ শনিবার দুপুর দুইটার দিকে লাবিবউজ্জামান সহপাঠীদের সাথে গোসলে গিয়ে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেলে আমরা লাবিবের পরিবারকে শান্তনা দেওয়ার চেষ্টা করেছি।