Oplus_131072
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একাধিক খননযন্ত্র ধ্বংস করেছে। একই সাথে মাটি উত্তোলনকালে দুটি স্কেভেটর বিকল করেছে। উপজেলার উজানচর ও পৌরসভা এলাকায় বুধবার রাতে অভিযানের নেতৃত্ব দেন ইউএনও মো. নাহিদুর রহমান।
জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি সংলগ্ন বিশ্বনাথ কবিরাজের পাড়া এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে খননযন্ত্রসহ পাইপ ধ্বংস করা হয়।
এছাড়া গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহাদুর পুর এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনকালে একটি স্কেভেটরের ব্যাটারী খুলে বিকল করা হয়। অপর স্কেভেটর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
ইউএনও বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন বন্ধ, সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় একটি স্কেভেটর বিকল ও অপরটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উজানচর মুন্সিবাড়ি এলাকায় একটি খননযন্ত্র ও পাইপ ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা মাটি উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন কোন জমি পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি না করে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।