Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে মাথায় অ্যাঙ্গেল পড়ে ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মে ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে আসলাম মণ্ডল (৪০) নামে এক স্যালো ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আসলাম মণ্ডল পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই-সাওরাইল গ্রামের করিম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি স্যালো ইঞ্জিনচালিত জেনারেটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার জন্য সকালে ইঞ্জিন মিস্ত্রী আসলাম মণ্ডলকে আনা হয়। নির্মাণাধীন সেতুর পাশে নিচে বসে আসলাম মণ্ডল ইঞ্জিন মেরামতের কাজ করার সময় সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে হঠাৎ একটি লোহার এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে মারা যান আসলাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কৃষ্ণ বলেন, আমাদের ইঞ্জিন মেরামতের কাজগুলো সব সময় আসলাম মণ্ডল করেন। আজও তিনি নির্মাণাধীন সেতু থেকে অন্তত ৩০ ফুট দূরে বসে ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে লোহার আনুমানিক তিন ফুট লম্বা একটি এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্টেন্ট তাসফিয়া জেসমিন বলেন, আসলাম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯ টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। যে কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মাথায় অ্যাঙ্গেল পড়ে এক ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস