Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মে ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে রাজবাড়ী সদর থানা পুলিশ  ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন (৫৫)।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া শুক্রবার দুপুরে শহরের বেড়াডাঙ্গা এলাকা থেকে রাজবাড়ী সদর থানা পুলিশ আবু হাসান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করে। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি শহরের বেড়াডাঙ্গা এলাকার খন্দকার আব্দুল ওহাবের ছেলে।

রাজবাড়ী সদর ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণের জন্য শহরের টি.এন.টি এলাকায় জমায়েত হয়। এসময় এজাহারনামীয় ৪৪ জনসহ শতাধিক অজ্ঞাতনামা আসামী আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি লাঠিপেটা, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এসময় শিক্ষার্থীদের অনেকে গুরুত্বর আহত হয়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল (২৭)। আজ শুক্রবার সকালে তাকে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার নিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আজিজুল মন্ডল স্থানীয় আমজাদ মন্ডলের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র জনতার ওপর হামলা এবং গুলিবর্ষনের ঘটনায় গত ১০ ডিসেম্বর বৈষম্য বৈষম্যবিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় আজিজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস