রাজবাড়ীমেইল ডেষ্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ শহরের মৃধা প্লাজা বড় মসজিদ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের নাম ঘোষণা দেওয়া হয়।
দৈনিক কালবেলা গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে রেজাউল করিম কে সংগঠনের আহবায়ক এবং দৈনিক মানবজমিন এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মোঃ সুজন খন্দকার’কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সোহেল রানা চৌধুরী ও দৈনিক সকালের সময় রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমির কান্তি বিশ্বাস। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক গ্লোবাল টেলিভিশন এর রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী সার্কেল এর পরিচালক তাইফুর রহমান তুষার ও দৈনিক সমাচার এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী।
এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক আলোকিত সকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক লাখোকন্ঠ রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমন শেখ, দৈনিক প্রতিদিনের কাগজ রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, Daily Bangladesh update রাজবাড়ী জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রনি, দৈনিক সংবাদ দিগন্ত রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মিজান, চ্যানেল A1 রাজবাড়ী জেলা প্রতিনিধি বাবলু শেখ, দৈনিক জবাবদিহি গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সোহেল রানা, মুখপত্র দি ক্রাইম ওয়াজ রিপোর্ট রাজবাড়ী জেলা প্রতিনিধি উসমান গনি। আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।