Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় শাহানা খাতুন (৩৫) নামের এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে রোগীর স্বজনদের চার লাখ টাকা দিয়ে রফাদফা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ক্লিনিক মালিক রইসুল ইসলাম রতন গা ঢাকা দিয়েছেন।

বুধবার(২৩ এপ্রিল) রাত ৯টার দিকে ওই রোগীর সিজার করেন ক্লিনিক মালিক ডা. রইসুল ইসলাম রতনসহ তিনজন। সিজারের পর রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর নেওয়ার পথে শাহানা খাতুনের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর জন্য স্বামী ফারুক মন্ডল চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসা বলে দায়ী করেন।

নিহত শাহানা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপির বেথুলিয়া মুন্সিপাড়ার খালেক সরদারের মেয়ে। পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের খদ্দেরকান্দি গ্রামের ফারুক মন্ডলের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে শাহানা খাতুনের লাশ স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

ফারুক মন্ডল বলেন, চার মেয়ের পর ছেলের আশায় আবার সন্তান নেন। সন্তান প্রসব করতে কয়েকদিন আগে রাজবাড়ী বাবার বাড়ি আসে শাহানা। মঙ্গলবার(২২ এপ্রিল) রাতে প্রসব বেদনা উঠলে শাহানাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার সকালে তিনি রাজবাড়ী আসেন। সদর হাসপাতালে নরমাল ডেলিভারি না হওয়ায় সন্ধ্যায় শাহানার পরিবার বড়পুলে অবস্থিত রতন ক্লিনিকে নেয়। ১২ হাজার টাকায় চুক্তিতে রাত ৯টার দিকে ক্লিনিক মালিক ডা. রইসুল ইসলাম রতন নিজে সিজার করেন। ছেলে জন্ম নিলেও রোগীর অবস্থা খারাপ হওয়ায় দ্রুত ফরিদপুর নেয়ার পরামর্শ দেন। রাত দশটার পর ফরিদপুর রওয়ানা করলে পথিমধ্যে শাহানা মারা যান। বিষয়টি জানার পর সবার মধ্যে চরম ক্ষোভ তৈরী হয়। অপ্রতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের মাধ্যমে আপোষের করে কর্তৃপক্ষ।

ফারুক মন্ডল বলেন, আমার বাড়ি পাবনা হওয়ায় তেমন কিছু জানিনা। শ্বশুর পরিবার দরিদ্র হওয়ায় স্থানীয়ভাবে চাপ দিলে বৃহস্পতিবার সকালে ক্লিনিকের পাশে একটি অফিসে আমাকে ডেকে নেয়। ক্লিনিকের পক্ষ থেকে খালু শ্বশুর সেলিমের হাতে চার লাখ টাকা দিয়ে দফারফা করে। আমার স্ত্রী বেঁচে নেই, টাকা দিয়ে কি করবো? আমার দুধের বাচ্চা কিভাবে বাঁচাবো? আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার স্ত্রীর মৃত্যুর জন্য ক্লিনিক কর্র্তৃপক্ষের অবেহলা, ভুল চিকিৎসা দায়ি। দাফন শেষ হয়েছে। এখন পরিবারের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ গ্রহণের চিন্তা করছি।

অভিযোগ রয়েছে, ভুল চিকিৎসার কারনে এর আগেও একাধিক রোগীর মৃত্যু হয়েছে। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আম্বিয়া আক্তার বীনা (২৫) নামের এক সিজারিয়ান রোগীর মৃত্যু হয়। এটিও সিজার করেছিলেন ক্লিনিক মালিক নিজেই। ২০২২ সালের ৮ জুলাই সদর উপজেলার মিজানপুর কালিনগর গ্রামের ফিরোজ কাজী (৪৫) নামের একজনের টনসিল অপরাশেনের পর মৃত্যু হয়। পরদিন ৯ জুলাই তার স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে ক্লিনিক মালিক রইসুল ইসলাম রতনসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এসব ঘটনায় একাধিকবার ক্লিনিকে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার ক্লিনিকে দেখা যায়, ভিতরে ঘিঞ্জি এবং গরমে গুমোট পরিবেশ। বিভিন্ন কক্ষে রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। শাহানার ভর্তি রেজিষ্টার খাতা দেখতে চাইলে কর্তব্যরত কেউ ভর্তি কার্যক্রম দেখাতে পারেননি। ক্লিনিকের ব্যবস্থাপক আকলিমা আক্তার তমা সেবিকাদের সাথে উচ্চাবাচ্য বিনিময় শেষে রশিদ বইতে শাহানার নাম খুঁজে পান।

ক্লিনিক মালিক রইসুল ইসলাম রতনকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার ফোন করলে রিসিভ না করায় তাঁর কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ব্যবস্থাপক আকলিমা আক্তার তমা বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে শাহানা খাতুনকে ক্লিনিকে আনা হলে সিজার করে ছেলে সন্তান হওয়ার পর রোগীর খিচুনিসহ নানা সমস্যা দেখা দিলে দ্রুত ফরিদপুর পাঠায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভুল চিকিৎসা ঠিক নয় এবং চার লাখ টাকায় আপোষের বিষয়টিও অস্বীকার করেন। ক্লিনিক মালিক বৃহস্পতিবার সকালেই ঢাকার কর্মস্থলে গেছেন বলে জানান।
রাজবাড়ী সিভিল সার্জন এসএম মাসুদ সাংবাদিকদের বলেন, রোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন