মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন ৮ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোকবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন নাহার, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আবুল কাশেম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদসহ বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষক প্রমুখ।
সহকারী শিক্ষক সমিতির নবগঠিত কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ খান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার খান, প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।