নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোমবার সকালে হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতে কামাল শেখ (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কামাল শেখ উপজেলার বাধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখ এর ছেলে এবং পেশায় সে কৃষি কাজ করেন।
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের সদ্যস্য মো. মুকুল শিকাদর জানান, কামাল তার বাবা সাইদ শেখ এবং ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে সকালে বাড়ির কাছে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথে আকষ্মিক বজ্রপাতে কামাল শেখ ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত ভাগিনা রাজু অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে অনেকটা সুস্থ্য আছেন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সকালে কৃষি খেতে কাজ করার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হলে খেত থেকে বাড়ি যাবার পথে বজ্রপাতে কৃষক কামাল শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।