Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ঈদ যাত্রায় দৌলতদিয়ায় যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে কোন কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কাউন্টার বন্ধ করে দেয়া হবে। অথবা এই কাজে যে জড়িত থাকবে তাকে ভ্রাম্যমাণ আদালতে জেল দেয়া হবে। কোন অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি করা যাবে না। এছাড়াও ঘাটে সর্বক্ষণিক জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের টিম থাকবে।

রোববার (২৩ মার্চ) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ সার্ভিস সহ সকল যানবাহনের সুষ্ঠ চলাচল ও যাত্রীসাধারনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষে সমন্বয় সভায় ইউএনও মো. নাহিদুর রহমান এসব কথা বলেন।

ইউএনও বলেন, ঈদে যাত্রী ও যানবাহন পারাপা‌র নি‌র্বিঘ্ন করতে এবার দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ১৭টি ফে‌রি ও ২০টি লঞ্চ চলাচল করবে। প্রত্যেকটি বাস কাউন্টারের সামনে বড় ব্যানারে ভাড়ার তালিকা টানিয়ে দিতে হবে এবং ঘাটের মূল পয়েন্টে এই তালিকা টানাতে হবে। প্রত্যেকটি বাস সহ অন্যান্য যানবাহনের ফিটনেস ঠিক রাখতে হবে। বাসের গায়ে যে রুটে চলাচল করবে তার একটি স্টিকার লাগাতে হবে। ফেরির মধ্যে কোন খাবারের দাম অতিরিক্ত নেওয়া যাবে না। ঘাটে একটি রেকার থাকবে যেন কোন যানবাহনের সমস্যা হলে তাৎক্ষণিক সেটা সরানো যায়। ঘাটের নির্দিষ্ট স্থানে মাহিন্দ্র রাখতে হবে। মূল সড়কের মধ্যে এলোপাথাড়ি কোন যানবাহন রাখা যাবে না সেটা বাস বা মাহিন্দ্র যাই হোক।

ইউএনও নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সেলিম শেখ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. জুয়েল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকসহ ট্রাফিক ইন্সপেক্টর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় বিআইড‌ব্লিউটিএ ও বিআইড‌বব্লিউটিসি কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নি‌র্বিঘ্ন করতে ১৭টি ফেরি, ৩টি ঘাটের (৩, ৪ ও ৭) ৮টি পকেট যানবাহন পারাপার হবে এবং ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সব প্রস্তু‌তি সম্পন্ন করেছেন।

এছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলমপা‌র্টি, যাত্রী হয়রা‌নি রো‌ধে থাক‌বে জেলা পুলি‌শের ক‌য়েক স্ত‌রের নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়‌লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাকবে সুপেয় পা‌নির ব্যবস্থা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, যাত্রী হয়রা‌নি, ছিনতাই, মলমপা‌র্টি, দালাল, যানজট নিয়ন্ত্রণ রোধে ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতিম‌ধ্যে ঘাট এলাকার চি‌হ্নিত ক‌য়েকজন অপরাধীধে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ যানবাহন চলাচলেও নজরদা‌রি করা হবে এবং সার্বক্ষ‌ণিক টহ‌লে থাক‌বে পুলিশ। ঈদযাত্রা নি‌র্বিঘ্ন কর‌তে পুলি‌শের যেমন দা‌য়িত্ব আছে, তেমনি যাত্রী, সাধারণ জনগণ‌কেও স‌চেতন থাক‌তে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা

রাজবাড়ীতে শেষ হলো লোকজ ও সাংস্কৃতিক মেলা, ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন সহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ইউসিবি ব্যাংক বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

রাজবাড়ীতে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার