Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, চালু থাকবে ৩টি করে ঘাট

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। একত্রে যাতে ছোট-বড় ৮টি ফেরি ভিড়তে পারে এ জন্য উভয় প্রান্তে তিনটি করে ঘাট চালু থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং ভ্রাম্যমান আদালত সক্রিয় থাকবে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ সুলাতান আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শরীফ আল-রাজীব, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নাহিদুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারি জাহান ফেরদৌস, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের বন্দর কর্মকর্তা সেলিম হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. জুয়েল, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমূখ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটে সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষে ঈদে বাড়ি ফেরা এবং ঈদের পর কর্মস্থলে নির্বিঘেœ ফিরতে পারে সে লক্ষে আগে ও পরে পাঁচ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ঈদ প্রস্তুতি হিসেবে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ ৩টি ঘাট সচল থাকছে। তিনটি ঘাটের ৮টি পকেটে ছোট-বড় ৮টি ফেরি একত্রে ভিড়তে সক্ষম। এছাড়া ছোট-বড় মিলে মোট ১৭টি ফেরি সার্বক্ষনিক সচল থাকবে। যাতে যাত্রী বা যানবাহন নির্বিঘ্নে পারাপার হতে পারে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা উপপরিচালক সেলিম হোসেন বলেন, দৌলতদিয়া এবং পাটুরিয়ায় তিনটি করে ৬টি ঘাট সচল রয়েছে। প্রয়োজনে ঘাট বাড়ানোর প্রস্তুতি রয়েছে। পদ্মা নদীতে জেগে ওঠা ডুবোচর কেটে রুট চালু করায় দ্রুত সময়ে ফেরি ও লঞ্চ পারাপার হতে পারছে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। নির্মুলে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। ১৪ মার্চ সকালে দৌলতদিয়া যৌনপল্লি থেকে ফেরি সেক্টরে জুয়াড়– স¤্রাট হিসেবে পরিচিত আজগর শেখকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন চিহিৃত ছিনতাইকারী গ্রেপ্তার করায় অপরাধীদের বিচরণ কমেছে।

ইউএনও নাহিদুর রহমান বলেন, ঈদ সামনে মৌসুমি বাস কাউন্টার বসানোর তৎপরতা চলছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকার নেওয়ার অভিযোগ উঠে। এবছর নির্ধারিত ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। এর বাইরে এ ধরনের কর্মকা- বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করবে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, দৌলতদিয়া ঘাট এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, ডিবি পুলিশের একাধিক টিম থাকবে। নৌপুলিশ ও হাইওয়ে পুলিশ আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে সকল ধরনের ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পদ্মাসেতু চালুর পর যানবাহন এবং যাত্রীর চাপ আগের তুলনায় অনেক কম। এরপরও ঈদে মানুষের যাত্রী নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় বাড়তি আলোর ব্যবস্থা, গণশৌচাগার, বিশ্রামাগার, ধূলাবালু নিবারনে ফায়ার সার্ভিসের তদারকি, মেডিকেল টিম গঠনসহ জেলা প্রশাসনের অতিরিক্ত ভিজিলেন্স কাজ করবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সমন্বিতভাবে সবাইকে কাজ করার কথা বলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন