Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

৩২ মামলার পলাতক আসামী ডাকাত সরদার গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদারীপুর থেকে কালু হাওলাদার (৩৮) নামের ডাকাত সরদারকে গ্রেপ্তার করেছে। সে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি এলাকার মৃত ফজলু হাওলাদারের ছেলে।

পুলিশের দাবি, কালু হাওলাদারের বিরুদ্ধে মাদারীপুরসহ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদি থানায় খুন, ডাকাতি, চুরি, অস্ত্র, চোরাচালানসহ ৩২টি মামলা রয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত বছর ২৫ নভেম্বর রাত দেড়টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের অবস্থা সম্পন্ন হিন্দু পরিবার বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষ দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ২৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাত প্রথমে বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় আগ্নেয়াস্ত্রের মুখে বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোখ-মুখ বেধে ফেলে এবং অন্যান্য সদস্যদের জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণালংকার (চেইন, আংটি, কানের দুল, হাড়) লুট করে। এরপর বিপুল ঘোষের ঘরে প্রবেশ করে তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা, ৩ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরদিন ২৬ নভেম্বর বালিয়াকান্দি থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। মামলাটি পরবর্তীতে তদন্তের দায়িত্বভার পরে ডিবি পুলিশের ওপর।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে এবং তদন্তেপ্রাপ্ত হিসেবে মাদারীপুরের চিহিৃত ডাকাত কালু হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল শেখসহ এসআই শামীম হাসান, এসআই ওয়াহিদুজ্জামান, এসআই শামিম হাজরা, এসআই আনিসুজ্জামান, রাজবাড়ী সদর থানার এসআই শামসুজ্জোহা, এসআই সৌরভসহ মাদারীপুর পুলিশের সহযোগিতায় রোববার বিকেলে অভিযান চালায়। সদর থানার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি এলাকা থেকে ডাকাত দলের সদরদার কালু হাওলাদারকে গ্রেপ্তার করে রোববার রাতেই রাজবাড়ী নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সোমবার দুপুরে তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন