নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও রাজবাড়ীর দুটি আসনের মধ্যে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারদিয়া জামায়াতে ইসলামীর ইউনিট সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ ঘোষণা দেন।
এই তথ্য নিশ্চিত করে রাজবাড়ী জেলা জামায়াতের আমীর ও মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ীর দুটি আসনের মধ্যে রাজবাড়ী-১ আসনের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরের মধুখালী উপজেলার কামারদিয়া ইউনিয়নের কালপোহা এলাকায় ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তদারকির দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ।
ওই অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মীর উপিস্থিতিতে দুপুর একটার দিকে গোপালগঞ্জ-৩, ফরিদপুর-১ ও রাজবাড়ী-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসন থেকে তাঁর (নুরুল ইসলাম) নাম ঘোষণা করেন তিনি। এছাড়া রাজবাড়ী-২ আসনের প্রার্থীর বিষয়টি এখনো কোন সিদ্ধান্ত আসেনি।
নুরুল ইসলাম বলেন, যেহেতু কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর নাম ঘোষণা করা হয়েছে সে জন্য তিনি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। এ জন্য তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাবাসীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার প্রয়াত জান মোহাম্মদ শেখ এর ছেলে। তিনি ব্যক্তিগতভাবে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদেন। ১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদেন। ১৯৯১ও ১৯৯৩ সালে রাজবাড়ী-১ আসন থেকে দলীয় প্রাথী হিসেবে নির্বাচনে অংশ নেন। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী নির্বাচিত হন। তিনি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য। বিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ড সজ্জনকান্দা এলাকায় স্বপরিবারে বসবাস করছেন।