নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ স্বামী অনুপ কুমার সান্যালের সঙ্গে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন স্ত্রী শিউলি সান্যাল (৪৫)। পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান গৃহবধু শিউলি। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের অনুপ কুমার সান্যালের স্ত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াকান্দি-রাজবাড়ী আঞ্চলিক পাকা সড়কের রাজবাড়ীর সদর উপজেলার বানীবহ ইউনিয়নের প্রেমের বটতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির হাটগ্রামের বাড়ি থেকে অনুপ কুমার সান্যাল নিজের মোটরসাইকেলে স্ত্রী শিউলি সান্যালকে সঙ্গে নিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের প্রেমের বটতলা নামক এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা বালিয়াকান্দি গামী পণ্যবাহী ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে সড়কের ওপর পড়েন গৃহবধু শিউলি সান্যাল। এ সময় চলন্ত ট্রাকের পিছনের একটি চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় পিষ্ট হন গৃহবধু। স্থানীয় লোকজন তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান অনুপ কুমার সান্যাল।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় দুর্ঘটনাস্থলের অদূরে ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় রাতেই সদর হাসপাতাল থেকে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।