Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

সাড়ে ৮বছর পর বিদেশ থেকে ফিরে দেখেন ঘরের আড়ার সাথে ঝুলছে স্ত্রীর লাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ অনেক আশা আর স্বপ্ন নিয়ে প্রায় সাড়ে ৮বছর পর বৃহস্পতিবার দুপুরে ইরাক থেকে দেশে ফিরেন প্রবাসী আলামিন মন্ডল। স্ত্রী-সন্তান আর পরিবারের সকলকে নিয়ে কিছুদিন আনন্দে দিন পার করবেন। দুর্ভাগ্য বাড়ি ফিরে বাবার কবর জিয়ারত শেষে ঘরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে স্ত্রী পপি বেগমের লাশ ঝুলে আছে। এমনটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রি পাড়া গ্রামে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গৃহবধু পপি বেগমের লাশ উদ্ধার করে সুরতাল করেছে। ইরাক প্রবাসী আলামিন মন্ডল ও পপি বেগম দম্পতির ঘরে ১৩ বছর বয়সী আদিব মন্ডল নামের ৮ম শ্রেণি পড়–য়া এক ছেলে সন্তান রয়েছে।

প্রবাসী আলামিন মন্ডলের ছোট ভাই নয়ন মন্ডল প্রথম আলোকে বলেন, দীর্ঘ প্রায় সাড়ে ৮ বছর পর ইরাক থেকে দেশে ফিরছিলেন বড় ভাই আলামিন মন্ডল। তাঁকে আনতে গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাদের একমাত্র ছেলে সন্তান আদিব মন্ডল, মা, চাচিসহ পরিবারের অন্যান্য সদ্যরা বিমান বন্দরে যান। এসময় আলামিনের স্ত্রী পপি বেগম ও আমাদের নানী বাড়িতে ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আলামিনকে বহনকারী মাইক্রোবাস বাড়ির সামনে এসে দাড়ায়। এ সময় তিন বছর আগে মারা যাওয়া বাবার কবর দেখে আলামিন বাবার কবরে আছড়ে পড়েন। কবর জিয়ারত শেষে তিনি অপেক্ষায় থাকা নিজের প্রিয়তমা স্ত্রীকে দেখতে ঘরের দিকে ছুটছিলেন। তার আগে তাদের সন্তান আদিব মন্ডল মাকে ডাকাডাকি করতে থাকলেও কোন সারাশব্দ পাচ্ছিল না। ঘরের চারপাশ উঁকি দেওয়ার পর ঘরের ভিতর নবনির্মিত একটি কক্ষের আড়ার সাথে মায়ের লাশ ঝুলতে দেখে চিৎকার দেয়। লোহার শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে স্ত্রী পপি বেগমের লাশ। তবে কি কারনে আত্মহত্যা করেছে সঠিকভাবে কেউ বলতে পারছেন না। খবর পেয়ে সেখানে ছুটে যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন পর আলামিন ইরাক থেকে দেশে ফিরে আসছে। তাকে আনতে পরিবারের সদস্যরা বিমান বন্দরে গেলেও আলামিনের স্ত্রী পপি আক্তারকে সাথে নেয়নি। ধারণা করা হচ্ছে এ অভিমানে গৃহবধু পপি বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। আবার লোকমুখে শোনা যাচ্ছে স্থানীয় এক যুবকের সাথে পরকিয়ার সম্পর্ক থাকায় স্বামী জেনে যেতে পারে লজ্জায় স্বামীকে মুখ দেখানোর আগেই আত্মহত্যা করেছে। উভয় বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত পরিবারের কেউ কোন অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন