নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দেওয়ানপাড়া গ্রামে অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ভারতের তৈরি ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাহিমা আক্তার (২৯) গ্রামের ওবায়দুর সরদারের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পৌরসভার দেওয়ানপাড়া গ্রামের ওবায়দুর সহ তাঁর স্ত্রী গৃহবধূ রাহিমা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে ফেনসিডিল সহ অন্যান্য মাদকের কারবার করে আসছে। রোববার (৫ জানুয়ারী) তিনি তার নিজ বাড়ির রান্না ঘরের ভেতরে গোপনে বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করছিল বলে জানতে পারেন।
গোপন সংবাদ পেয়ে রোববার রাতে অভিযান চালিয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওবায়দুরের বাড়ির রান্না ঘরের ভেতর থেকে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গৃহবধূ রাহিমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।