Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

বালিয়াকান্দিঃ ঝগড়ার প্রতিশোধ নিতে গৃহবধুকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ৯:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঝগড়ার প্রতিশোধ নিতে একাই গলাটিপে শ্বাসরোধ করে গৃহবধু সালমা আক্তারকে (৩৩) হত্যা করে বলে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত যুবক আরিফ শেখ (৩৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর রাতেই পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন তুলে ধরেন।

আরিফ শেখ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিন শেখ এর ছেলে। নিহত গৃহবধু সালমার প্রতিবেশী। হত্যাকা-ের পর এলাকা থেকে পালিয়ে সাভার এলাকায় পালিয়ে ছিলেন। সেখানে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে আত্মগোপনে ছিলেন। শুক্রবার ভোরে ঢাকার সাভার থানার গেন্ডা এলাকা থেকে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নিহত গৃহবধু বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। ২০০৭ সালে একই গ্রামের ইসলাম সরদারের ছেলে আকামুদ্দিন সরদারের সাথে বিয়ে হয়। সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ২০২১ সালে পারিবারিক কলহের জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদ হলে দুই সন্তান নিয়ে সালমা পৃথক বাস করতো। প্রতিবাদী নারী হিসেবে বাড়ির আশপাশ দিয়ে কাউকে ঘোরাঘুরি দেখলে বকাবাজি করতো। সালমার বাড়ি থেকে ৩০ গজ দূরে আরিফের বাড়ি। আরিফের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ রয়েছে। ১ নভেম্বর সন্ধ্যায় সালমা বাবার বাড়ি গিয়ে ফিরে না আসায় খুঁজতে সন্তানরা নানা বাড়ি যায়। সেখানেও না পাওয়ায় নানা সৈয়দ আলী নাতীদের নিয়ে মেয়ের খোঁজ করতে থাকেন। রাত সাড়ে ১০টার দিকে গ্রামের সায়েন্স উদ্দিন শেখের লেবু বাগানের সামনে সেন্ডেল পড়া দেখেন। পরে দেখেন বাগানের একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো সালমার মৃত দেহ পড়ে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ষ্পষ্টভাবে বুঝতে পারেন হত্যাকাণ্ড। পরদিন ২ নভেম্বর সালমার বাবা সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে বলেন, ক্লুলেস হত্যার পর বালিয়াকান্দি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম নিবিড় তদন্ত শুরু করে। প্রথমে স্থানীয় কয়েকজন মাদকসেবীকে সন্দেহ করা হলেও পাওয়া যায়নি। গৃহবধুর প্রতিবেশী আরিফ শেখ এলাকায় ছাগল চোর হিসেবে চিহিৃত। ঘটনার পরদিন থেকে পলাতক থাকায় সন্দেহের তীর তার দিকে যায়। মুঠোফোন না পাওয়ায় তাকে শনাক্ত করতে অনেক কষ্ট হয়। অনেকটা নিশ্চিত হওয়ার পর জানা যায় সে সাভারে রাজমিস্ত্রী কাজ করছেন। শুক্রবার ভোরে তাকে সাভার থেকে আটক করলে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে।

আদালতে হত্যার কথা স্বীকার করে আরিফ জানায়, সালমরা বাড়ির পাশ দিয়ে গেলে বকাবাজি করতো। মাঝেমধ্যে তার বাড়ি টিউবওয়েলের পানি আনতে গেলে বকাবাজি করতো। আচরণে অতিষ্ঠ হয়ে ১ নভেম্বর সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে একা পেয়ে প্রাথমিকভাবে শাসাতে থাপ্পর মারে। পাল্টা তাকেও সালমা থাপ্পর দিলে প্রতিশোধ নিতে সালমার গলা চেপে শ্বাসরোধ করে ধরলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে দেখতে পান সে মারা গেছেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সালমার পড়নের ওড়না দিয়ে লেবু গাছের সঙ্গে পেচিয়ে রাখে পালিয়ে যায়। প্রযুক্তির সহযোগিতায় শুক্রবার ভোরে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে পাঠালে সন্ধ্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজিব, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি