module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 4932; AI_Scene: (-1, -1); aec_lux: 272.7877; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান মনিম, রাজবাড়ীঃ “তথ্যই শক্তি জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক প্রমূখ।
সনাক সদস্য সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম সহ বিভিন্ন সরকারি, বেসরকারী দপ্তরের দপ্তর প্রধান সহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৯টি স্টল রয়েছে। সরকারি বিভিন্ন সেবা, উন্নয়নমুলক কাজ ও চলমান প্রকল্পের তথ্য পাওয়া যাবে এই মেলায়। আগামীকাল বুধবার শেষ হবে দুই দিন ব্যাপী এই মেলা।