মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজবাড়ী জেলা ও সকল উপজেলা কর্তৃক আয়োজিত দাখিল, ফাজিল ও কামিল মাদ্রাসার বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫টি গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুফতি সামছুল হুদার সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মিজবাহ উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক হাফেজ সামছুল আলম, গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, রাজবাড়ী ভাজনচালা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতী আব্দুল গাফফারসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অংশগ্রহণকারীর মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।
হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পর্কে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুফতি সামছুল হুদা বলেন, প্রতিযোগিতাটি ৪ ডিসেম্বর পাংশা উপজেলায় শুরু হয়। আজ ৫ ডিসেম্বর বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়। আগামী ৭ ডিসেম্বর কালুখালী উপজেলায় অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলায় চূড়ান্ত প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।
প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং সিগারুল হুফ্ফাজ (পূর্ণ হাফেজ) গ্রুপে প্রতিযোগীদের অংশগ্রহনে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের বিচারদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।