Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ‘তোমার সক্ষমতা জানো’ শীর্ষক ইউএনও’র বিশেষ পাঠদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 5468; AI_Scene: (-1, -1); aec_lux: 332.97668; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, অনুপ্রাণিত করতে উজ্জীবিত করতে ‘তোমার সক্ষমতা সর্ম্পকে জানো’ নামক শীর্ষক বিশেষ পাঠদান পরিচালনা করলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের বেলগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী, পড়াশোনায় মনোযোগী ও অনুপ্রাণিত করতে ঘন্টাব্যাপী বিশেষ এ পাঠদান নেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী, মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।

শিক্ষার্থীদের নিজেদের সবল দিক ও দুর্বলদিক যেন তারা শনাক্ত করতে পারে এবং রাজবাড়ী জেলা তথা সারা বিশ্বের সম্পদ হিসেবে নিজেকে তৈরী করতে পারে এ লক্ষেই অনুপ্রেরণা দিতেই ‘তোমার সক্ষমতা সর্ম্পকে জানো’ শীর্ষক বিশেষ পাঠদান নেন ইউএনও। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং রোধ সহ যে কোন প্রয়োজনে তাৎক্ষনিকভাবে যোগাযোগের জন্য দাপ্তরিক মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের নাম্বারগুলো তাদের কাছে পৌছে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম বলেন, সদর উপজেলায় যোগদানের পর থেকে সুযোগ পেলে ছুটে যান বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীরা যেন ভালো কাজের সাথে অংশীদার হতে পারে। নিজেদের সক্ষমতা সর্ম্পকে জানতে পারে। বিদ্যালয়মূখী করা, তাদেরকে অনুপ্রাণিত করা, উজ্জীবিত করে তুলতেই তিনি বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, ইতিমধ্যে সদর উপজেলার অন্তত ৩০টির বেশি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করতে ঘন্টাব্যাপী তিনি বিশেষ এই পাঠদান নিয়েছেন। পাশাপাশি এসময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ও শেণি পাঠদানকালে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে স্কুল ব্যাগ, ফুটবলসহ কিছু শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার বেলগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশেষ এই পাঠদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান, বেলগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা বেগম প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন