Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে কলেজছাত্র তানভীর হত্যার দায় স্বীকার করে আদালতে তরুণের জবানবন্দি

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কলেজছাত্র তানভীর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী জাহিদুল ইসলাম জিসানকে (২১) পুলিশ গ্রেপ্তার করেছে। তার দেখানো মতে সোমবার দুপুরে পুলিশ মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর কবরস্থান সংলগ্ন মৌলভীঘাট এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ষ্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে।

জাহিদুল ইসলাম জিসান রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রমের নুরুল ইসলামের ছেলে ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। ২০২৩ সালের ১৬ জুন ঘোষিত রাজবাড়ী পৌর শাখা ছাত্রদলের কমিটিতে জিসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত এগারটার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ গ্রেপ্তার করে।

নিহত তানভীর রাজবাড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার বাবর আলী ওরফে বাবু শেখের ছেলে। শহরের ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তানভীর ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তানভীর।

তানভীর হত্যার বিচার দাবী এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে কয়েকদিন ধরে রাজবাড়ী শহর উত্তাল রয়েছে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি পেশের মতো কর্মসূচি পালন করে আসছে বিনোদপুরবাসী, তানভীরের বন্ধুমহল, কলেজের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

১২ নভেম্বর রাত ৯টার দিকে শহরের বিনোদপুর বাসার অদূরে সর্বজনীন মন্দির ও সাহবুদ্দিন মুন্নুর মুদি দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আকষ্মিকভাবে ১০-১২জন তরুণ তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তানভীরকে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। পেটে ও পিঠে কুপিয়ে রক্তাত্ব করলে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

পরদিন ১৩ নভেম্বর তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় প্রধান আসামী হিসেবে স্থানীয় সবুজ ও দুই নম্বর আসামী হিসেবে জাহিদুল ইসলাম জিসানের নাম উল্লেখ করে ৯জনকে চিহিৃত ও অজ্ঞাত ৮জনকে আসামী করে হত্যা মামলা (নং-১৩) দায়ের করেন। ওই দিন সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত ৪নম্বর আসামী কাজল ও ৮নম্বর এজাহারভুক্ত আসামী রহিমকে পুলিশ গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে এবং তার দেখানো অনুযায়ী উপজেলার মিজানপুর ইউপির সোনাকান্দর মৌলভীঘাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ষ্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেলে আদালতে সোর্পদ করলে তানভীর হত্যার দায় স্বীকার করে সন্ধ্যার পর পর্যন্ত জিসান ১৬৪ ধারায় স্বাকীরোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ২ নভেম্বর শহরের রেলগেট এলাকার অটোষ্ট্যান্ড সংলগ্ন স্থানীয় একটি রঙের দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জিসানের বড় ভাই জুয়েলের সাথে অটোরিক্সা চালকের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার সূত্রধরে স্থানীয় দুটি পক্ষ বিরোধে জড়িয়ে পরেন। তার রেস গড়ায় জিসান এবং নিহত তানভীরের মধ্যে। পরবর্তীতে জিসান তার লোকজন নিয়ে তানভীরকে কুপিয়ে হত্যা করে বলে স্বীকারোক্তিতে জানায়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আবারও কুয়াশায় দুই নৌপথে কয়েক ঘন্টা ফেরি চলেনি, দুর্ভোগ

রাজবাড়ীতে পুলিশের হাতে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল ও ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

গোয়ালন্দে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে দোয়া মাহফিল

রাজবাড়ীতে ৭৫ হাজার টাকায় বিক্রি হলো ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাগাড়

জন্ম নিবন্ধন বঞ্চিত দৌলতদিয়া যৌনপল্লীর ২২২ জন মা-শিশু, দুই মাসের মধ্যে সমাধানের নির্দেশ

রাজবাড়ীতে উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিতঃ সভাপতি শংকর-সম্পাদক এজাজ

আইনজীবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৯ মাস পর এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

দেশে ফিরে দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রীর লাশ; ‘পরকিয়ার বলি গৃহবধূ’

রাজবাড়ীতে শেষ হলো তিনদিন ব্যাপী কৃষি মেলা