Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৩১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আবদুল গফুরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে প্রতিবেশী ভাইসহ আবদুল গফুরের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আবদুল গফুরের পালিত ছেলে আবদুল বাতেন মল্লিক বাদী হয়ে শুক্রবার রাতেই রাজআাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ শনিবার দুপুরে নূরজাহান বেগম (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সে স্থানীয় মৃত আমির শেখে এর স্ত্রী।

আবদুল বাতেন মল্লিক জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় নান্নু শেখ এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাঁদের বাড়িতে হামলা চালায়। বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া প্রতিবেশী বড় চাচা হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে তিনটি ঘরের বেড়া সহ আসবাবপত্র ভাঙচুর করে নগদ লক্ষাধিক টাকা ও জিনিসপত্র লুট করে।

তিনি আরও জানান, তাঁর (আবদুল বাতেন) এবং তার বড় ভাইয়ের সঙ্গে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখের সঙ্গে বেকারির ব্যবসা নিয়ে কিছুদিন আগে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজির সহ অজ্ঞাতনামা কয়েকজন শুক্রবার রাতে অতর্কিতভাবে হামলা চালায়।

জন্মান্ধ আবদুল গফুর বলেন, “রাতের বেলায় বাড়িতে নান্নুসহ তার লোকজন ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে গেছে। কি কারনে তারা এভাবে হামলা করে ভাঙচুর করলো জানিনা। কত টাকা নিয়েছে তাও আমি বলতে পারছি না। বাতেন ভালো বলতে পারবে। তয় আমি হামলার বিচার দাবি করছি।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতেই আবদুল বাতেনের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকায় নূরজাহান বেগম নামের এক নারীকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ৭৫ বছর দরিদ্র পরিবারের জন্ম নেওয়ায় জন্মান্ধ আবদুল গফুর মল্লিককে কিশোর বয়সে ভিক্ষা করতে বলেছিলেন তাঁর বাবা। কিন্তু তিনি অন্যের কাছে হাত পাততে চাননি। অদম্য ইচ্ছাশক্তি শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেল ঘুরে ঘুরে বাদাম-নাড়ু-বিক্রি করেন তিনি। ৬০ বছরের বেশি সময় ধরে এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল গফুর।  জীবনসংগ্রামের যোদ্ধা আবদুল গফুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা প্রতিবেদন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর নির্দেশে গত বছর ৩০ অক্টোবর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আবদুল গফুরের বাড়িতে আসেন ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী। এ সময় আবদুল গফুর এবং তাঁর স্ত্রী নূরজাহান বেগমের হাতে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে আর.এস.বি ইটভাটাকে জরিমানার বন্ধ ঘোষণা

রাজবাড়ীর আদালত চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেপ্তার ৫

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে সুজনের গোল টেবিল বৈঠক ‘মানসিকতার পরিবর্তন এবং দায়িত্বশীল না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুকে দলীয় সকল পদ থেকে বহিস্কার

রাজবাড়ীতে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও পোস্টাল ব্যালট সর্ম্পকৃত উদ্বুদ্ধকরণ সভা

১২ তারিখেই ভোট এবং সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’ ব্যালটে সিল দিন – সৈয়দা রিজওয়ানা হাসান

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রত্যাহার, জোট প্রার্থী জামিল হিজাযী

রাজবাড়ীতে তেলপাম্প কর্মচারী রিপন হত্যা: আবুল হাসেম সহ চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন যুবদল বা বিএনপির কেউ না

রাজবাড়ীতে গাড়ি চাপায় মৃত্যু; রিপনের বিয়ের পাত্রী দেখতে আসার কথা, আসলেন মৃত্যুর খবরে