
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করার পর বন্ধ করে দিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার মেসার্স আর.এস.বি ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি এলাকায় মেসার্স আর.এস.বি ব্রিকস নামক ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজস্ব শাখা) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স আর.এস.বি ব্রিকস এর মালিক আব্দুল জলিলকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাতক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া অবৈধ ইটভাটার অংশ বিশেষ ভেঙে গুঁড়িয়ে দেওয়া সহ ভাটার সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজস্ব শাখা) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকার সিদ্দিক। এছাড়া এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন। অভিযানে রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ সহ আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিক বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং ইটভাটার অংশ বিশেষ ধ্বংস করা হয়। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।