
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক ও নিরিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ (৫২) ষ্ট্রোক জনিত কারনে মৃত্যু বরণ করেছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ৩নম্বর বেড়াডাঙ্গা তার নিজ বাসায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় পরিবারসহ স্বজনরা দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন।
আবুল কালাম আজাদ ২৪তম বিসিএস কর্মকর্তা হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক ও নিরিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ছিলেন। পরে তিনি রাজবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধাম গ্রামের মো. মনসুর আলীর সন্তান। পরিবারে তাঁর স্ত্রী মোছা. শিখা খাতুন এবং আদিব ও নাজিব নামের দুটি ছেলে সন্তান রয়েছে।
শনিবার বাদ আসর রাজবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ মাগরিব তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বাদ এশা শহরের বেড়াডাঙ্গা এলাকায় তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের ভবানীপুর কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।