
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গত বুধবার গভীররাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু সিফাত মন্ডলের গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় মামলা হয়েছে। শহরের বিনোদপুর কলেজ পাড়ার মুকুল প্রামানিক ওরফে মুকুল ড্রাইভারের ছেলে আরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় পুলিশ রাতেই মামলার প্রধান আসামি শিমুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে। ধৃত শিমুল শেখ রাজবাড়ী শহরের বিনোদপুর মেছোঘাটা এলাকার মৃত আক্কাছ শেখের ছেলে।
মামলার বাদী আরিফুল ইসলাম সম্পর্কে গুলিবিদ্ধ শিশু সিফাত মন্ডলের চাচা হন। সিফাত মন্ডল রাজবাড়ী পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিনোদপুর কলেজ পাড়ার বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে। সে এ বছর বিনোদপুর কলেজপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি থেকে পাশ করেছে। শফিকুল ইসলামের দুই মেয়ে এবং দুই জমজ ছেলে রয়েছে। সিফাত মন্ডল জমজ সন্তানের মধ্যে একজন।
সিফাতের বাবা শফিকুল ইসলাম জানান, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ১১টার দিকে হঠাত আমাদের বাড়ির গেটে এসে দুর্বৃত্তরা হামলা করে। পর পর কয়েকটি গুলির শব্দও শুনতে পাই। ঘরের দরজা খুলে কি হচ্ছে অবস্থা বোঝার চেষ্টা করি। সিফাত গেট খুলে দৌড় দিয়ে বাইরে যাওয়ামাত্র তার শরীরে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পরে। দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিতসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে রাতেই অস্ত্রপচার করে পেট থেকে একটি গুলি বের করে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিতসাধীন আছে।
শফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের কাউকে চিনতে পারিনি। আমার মামাতো ভাই আশরাফুল হক ইনসানের সঙ্গে স্থানীয় শিমুলের ব্যবসায়ী দ্বন্দ্ব চলছিল। প্রতিবেশী ইনসানদের বাড়ি এবং আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে হয়তো এ ধারনা থেকে তারা আমার বাড়িতে হামলা করেছে। যেহেতু আমি কাউকে দেখিনি এ কারনে কারো বিরুদ্ধে মামলা করিনি।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, আশরাফুল হক ইনসান ও শিমুল শেখ এক সময়ের ঘনিষ্ট বন্ধু হলেও স্থানীয় আধিপত্য নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ইনসান এবং শিমুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক, মারামারিসহ একাধিক মামলাও রয়েছে। নিজেদের প্রভাব বিস্তার এবং আধিপত্যকে কেন্দ্র করে গত বুধবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শিশু সিফাত মন্ডল (১২)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতে ইনসানের ভাই গুলিবিদ্ধ শিশু সিফাতের চাচা আরিফুল ইসলাম বাদী হয়ে শিমুল শেখকে প্রধান আসামী করে ১২জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৭ থেকে ৮জনকে আসামী করে একটি মামলা করেন। এর আগেই শুক্রবার বিকেলে পুলিশ ঢাকার কলাবাগান এলাকা থেকে সন্ত্রাসী শিমুলকে পুলিশ আটক করে রাতেই থানায় নিয়ে আসে। আসামীকে আজ শনিবার এই মামলারপ্রধান আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।