
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ হিসেবে রাজবাড়ীর দুটি আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকায় ২৪৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর ঘোষিত তালিকায় রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয় দলের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। একই সঙ্গে রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শফিউল আজম খানকে। তবে তারা উভয়ই ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান।
এদিকে ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই জাতীয় পার্টির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ এবং তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল ছাত্র জনতা।
২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। এই নির্বাচনে তিনি ১ হাজার ৬১৮ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেন। একই সাথে রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মো. শফিউল আজম খান। তিনি ২ হাজার ৫৩৪ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন। প্রত্যাশিত ভোট না পাওয়ায় তাঁরা উভয় প্রার্থী জামানত হারান।
তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি দাবি করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। তিনি প্রথম আলোকে বলেন, ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা নির্বাচন থেকে সরেও আসতে পারি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আশা করছি এবারের নির্বাচনে ভোটের মাঠের পরিবেশ অনেকটা ভালো থাকবে। তারপরও আমরা লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে কি হয় তা দেখার অপেক্ষায় আছি।