
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ বাজার সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা পরিষদ ও গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের বিজয়ের একেবারে শেষ মুহুর্তে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায়। তারা জাতির জন্যে যে কল্যাণ করেছেন, যতটুকু কাজ করেছেন, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনার আয়োজন করা হয়।