
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন- ২০২৫ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লা প্রমুখ।
সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জাসমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চামেলী বেগম, সফল জননী সাহিদা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন জেসমিন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মোছা. ফরিদা খাতুন। অনুষ্ঠানে তাদেরকে উত্তরীয় পড়িয়ে এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বক্তারা নারীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মজীবনের সার্বিক উন্নয়নে সবার অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।