
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। একই সাথে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। দুপ্রক গোয়ালন্দ উপজেলা কমিটির সহ-সভাপতি রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ মো. রায়হানুল হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, দুপ্রক সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ।